News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল চকলেট মিষ্টি নিলেন জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:৪৮ পিএম প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল চকলেট মিষ্টি নিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা একদিন আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে পারি তারা সে সেক্টরে অনেক ভালো করবে। আমরা তাদের পাশে আছি।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকর সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টি নিয়ে যান। তার তাকে দেখে শিশুরা খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে তাদের প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে হয় কতটা চ্যালেঞ্জিং সময় পার করতে হয় একমাত্র সে পরিবারে সদস্যরাই উপলব্দি করতে পারেন। চ্যালেঞ্জ শিশু যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা। সেই মেধার দিকটা আমাদের বের করে আনতে হবে। আমরা যারা তাদের নিয়ে কাজ করছি তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা যেন বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শাহনেওয়াজ ও প্রধান শিক্ষক মো. ফজলুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Islam's Group