যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের আয়োজনে সভায় চমক দেখিয়েছে মহানগর যুবদলের নেতৃবৃন্দরা। আলোচনা সভার মঞ্চে একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী হাজির করেছেন তারা। তারা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও সদ্য বিএনপিতে যোগদান করা মডেল গ্রুপের কর্নধার মাসুদুজ্জামান মাসুদ। এই তিন প্রার্থীর উপস্থিতিতেই মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে যাকেই মনোনয়ন দিবেন আমরা মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মী তার পক্ষে কাজ করবো।
সোমবার ২৭ অক্টোবর বিকেল ৪টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে চাষাঢ়া স্মৃতিস্তম্ভে এসে সমাপ্ত হয়। বাধ্য বাজনা, রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত র্যালিকে বর্ণিল করে তুলে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখায়াত হোসেন খান বলেন, মহানগর বিএনপির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ ভাই সহ কেন্দ্রীয় যুবদলের নেতাও উপস্থিত আছেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। গত ১৭ বছর এই মহানগর যুবদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে দেশী বিদেশী অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে এবং ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা সবাই জিয়াউর রহমান ও খালেদা জিয়া আর্দশের সৈনিক, তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছি।
সভায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল অত্যন্ত শক্তিশালী সংগঠন। আপনাদের ত্যাগ আমরা ভুলবো না। আপনারা যজানে আমি অতীতে এই সংগঠনটি করেছি। আমরা রাজনীতি এই সংগঠন দিয়েই শুরু। তাই আপনাদের নিয়ে আমি গর্ব করি। আমাদের সব থেকে বড় দূর্গ এই যুবদল। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাবো আপনাদের নিয়ে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। আগামীতেও আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সোহাগ, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন সহ অন্যান্যরা।








































আপনার মতামত লিখুন :