News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মহানগরে পদ পেলেই খুশি জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১১:০৬ পিএম মহানগরে পদ পেলেই খুশি জাকির খান

নব্বইয়ের দশকে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত ও তরুণ বিএনপি নেতা ছিলেন জাকির খান। জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিশেষ কারণে তখন বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতাদের সাথেও ভালো সম্পর্ক ছিলো তার। বিকর্কিত কর্মকান্ডে নাম না আসলে এবং দেশ ছেড়ে বিদেশে পাড়ি না জমালে এখন হয়তো বিএনপির রাজনীতিতে তার শক্ত অবস্থান থাকতো। এ বছর পঞ্চাশে পা দিয়েছেন জাকির খান। তার অনুসারীদের দাবি, তিনি এমপি হবেন, মেয়র নির্বাচন করবেন। তবে জাকির নিজে ব্যক্তিগতভাবে এমন কোনো উচ্চাকাঙ্খা পোষণ করেন না। তিনি বাস্তবতা বুঝেন। নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কেও জানেন। তাই আপাতত নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে একটি পদের দিকেই নজর তার।

জাকির খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের কাছেও এ বিষয়ে বলেছেন জাকির ।

জানা গেছে, নব্বইয়ের দশকে টাকা আর রাজনৈতিক ক্ষমতা নিয়ে নারায়ণগঞ্জ শহরে উঁড়তে থাকা জাকির খান ২০০৩ সালে বড় বিতর্কের মুখে পড়েন। ওই বছর ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকারকে হত্যা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ভাই তৎকাকালীন বিএনপি নেতা তৈমূর আলম (এখন তৃণমূল বিএনপির মহাসচিব) বাদী হয়ে জাকির খানকে আসামী করে থানায় মামলা দায়ের করলে গা ঢাকা দেন জাকির খান। এরপর ২০০৪ সালে অনিদৃষ্ট কালের জন্য বিদেশ পাড়ি জমান। এরপর দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে থেকেছেন। ২০২০ সালের পর নিয়মতি দেশে যাতায়ত শুরু করেন জাকির খান। ২০২২ সালে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি ফ্লাট থেকে অস্ত্রসহ আটক করা হয় তাকে। ৯৫২ দিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে ছাড়া পান সাবেক এই ছাত্রদল নেতা। এর আগে ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন হয়। এটি তার জামিন কিছুটা সহজ করে দেয়।

এদিকে, মুক্তির পর তিনি বিশাল বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান। সেখানে তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, হাবিবুন নবী সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এখন তার একটিই আশা। সেটি হলো মহানগর বিএনপিতে একটি পদ নিয়ে রাজনীতিতে থিতু হওয়া। 

Islam's Group