News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

আমি বাঁচতে চাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৯:০৩ পিএম আমি বাঁচতে চাই

আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী। আমি মোহাম্মদ রাকিব হোসেন। আমার বাসা নারায়ণগঞ্জ খানপুর সরদারপাড়া। বিগত তিন বছর ধরে আমার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। এতদিন নিজের যা ছিলো তা শেষ হয়ে অনেক টাকা ঋন হয়ে এখন আমার পক্ষে চিকিৎসার খরচ চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। গত দুই বছর যাবত ডায়ালাইসিস এর খরচ মানুষের থেকে হাত পেতে সাহায্য নিয়ে চালিয়েছি। কিন্তু এখন আমি খুব অসহায় হয়ে পড়ছি। এখন ডায়ালাইসিস চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার সাপ্তাহে দুইটা ডায়ালাইসিস লাগে। সাইনবোর প্রো-একটিভ হসপিটালে আমার এখনো ডায়ালাইসিস চলছে। ঔষুধের অনেক দাম। ঔষুধ খাইতে পারছি না। কিন্তু আমি বাঁচতে চাই।
আপনারা দয়া করে, মায়া করে আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর ওয়াস্তে আমাকে যে যেভাবে পারেন সাহায্য করেন। এই মূহূর্তে আপনাদের সাহায্য ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বাঁচতে চাই। মোবাইল নাম্বার ০১৯৪২৯৯০০৬৭

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group