নারায়ণগঞ্জের চলমান পঞ্চবটী-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী জনগণের নিরাপত্তা এখন গুরুতরভাবে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
তিনি বলেন, প্রতিদিনই শ্রমজীবী ও স্থানীয় পথচারীরা ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যারিকেড, সাইনেজ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। ইতোমধ্যে ছোট-বড় বেশ কিছু দুর্ঘটনায় অনেকের হাত-পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।
মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন, আমরা সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে যে মর্মান্তিক অপমৃত্যু ঘটেছে এমন কোনো অবহেলাজনিত মৃত্যু আর দেখতে চাই না। তাই এখনই সতর্কতা জোরদার করতে হবে, নইলে অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি ঘটতে পারে।
তিনি আরও জানান, এই এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, কর্মচারী ও পরিবহনকর্মী এই সড়ক ব্যবহার করেন। ফলে এখানে নিরাপত্তার ঘাটতি শুধু দুর্ঘটনার ঝুঁকি নয়, বরং শিল্পাঞ্চলের কর্মচাঞ্চল্য ও উৎপাদন ব্যবস্থাকেও ব্যাহত করছে।
তিনি উল্লেখ করেন, এই বিসিক শিল্পাঞ্চল থেকে সরকার বৃহৎ রাজস্ব আয় করে থাকে। দেশের অর্থনীতিতে এ অঞ্চলের অবদান গুরুত্বপূর্ণ। তাই এই এলাকার অবকাঠামো ও মানুষের নিরাপত্তা রক্ষা করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং জাতীয় স্বার্থের অংশ।
তিনি প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যেন নির্মাণ কাজের পাশাপাশি মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিতকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তার ভাষায়, উন্নয়ন হবে মানুষের জন্য তাই উন্নয়ন কার্যক্রমের মধ্যেই মানুষের নিরাপত্তা যেন অবহেলিত না হয়।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা প্রাণহানি না ঘটে এবং এলাকা নিরাপদভাবে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।








































আপনার মতামত লিখুন :