News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৪৪ পিএম বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ডিআইটি চত্বরে সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিবের পরিচালনায় জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট সহ বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ, নারায়ণগঞ্জ-৪ আসনে রিকশা মার্কার প্রার্থী জননেতা খন্দকার আনোয়ার হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন।

এসময় বক্তারা বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের সহস্রাধিক জীবনের বিনিময়ে অর্জিত বিজয়ের ফলে দেশের মসনদে আসীন হয়েছে। তাই এই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দিয়ে জুলাই সনদের আইনী ভিত্তি বাস্তবায়নে কোনো রকম টালবাহানা না করে নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। শাপলা চত্বরের গণহত্যা সহ ফ্যাসিস্ট আমলের সকল গনহত্যার বিচার নির্বাচনের পূর্বেই দৃশ্যমান করতে হবে। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে।

ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষে চজ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বক্তারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জোরালো দাবি জানান। এবং সাম্প্রতিক সময়ে ইসকন কর্তৃক হত্যা, ধর্ষণ ও অপহরণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি আবু সাঈদ মোল্লা, জনাব নূর আলম, সহ-সাধারণ সম্পাদক ক্বারী ওমর ফারুক, সহ-অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক, সদর থানার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মাওলানা নূরে আলম, ফতুল্লা দক্ষিণের প্রচার সম্পাদক সোহাগ হোসাইন, যুব মজলিস সদর থানার প্রচার সম্পাদক মনারুল ইসলাম, বন্দর থানার সাংগঠনিক সম্পাদক বাদশাহ মিয়া, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা'দ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি ও প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব সহ প্রমুখ।

Islam's Group