ঢাকার ফার্মগেট এলাকায় মেট্টোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের লোকজনের আহাজারি আর বিলাপে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
রবিবার (২৬ অক্টোবর) রাতে পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার একটি মসজিদে প্রথম জানাযা পড়ানো হয়।
নিহতের স্ত্রীর বড় ভাই সোহান জানিয়েছে, কালামের প্রথম জানাযা তার বসবাসস্থানের পাঠানটুলী এলাকায় সম্পন্ন করে পরবর্তীতে মরদেহ নিয়ে শরীয়তপুর নড়িয়া থানায় আরেকটি জানাযা পড়ানো হবে।
এর আগে দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা পথচারী আবুল কালাম আজাদ নিহত হন।
মেট্রোরেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি।
আবুল কালামের মা-বাবা নেই। স্ত্রী আর দুটি সন্তান আছে। ঢাকায় ট্রাভেল এজেন্সির কাজে এসেছিলেন তিনি।








































আপনার মতামত লিখুন :