News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বন্দরের আলিফ নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৫৬ পিএম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বন্দরের আলিফ নিহত

মোটর সাইকেল দুর্ঘটনায় সুতার গদিতে চাকুরিরত যুবক আলিফ (২৮) নিহত হয়েছে।

এ ঘটনায় নিহত যুবকের  চাচা কিবরিয়া (৩৮) মারাত্মক ভাবে জখম হয়। স্থানীয়রা আহতকে  উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। রোববার ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী জেলার মাধবদী থানার ঢাকা টু সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী যুবক আলিফ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার খানবাড়ি দিঘিরপাড়স্থ মোল্লাবাড়ি এলাকার খোকন মিয়ার ছেলে ও ১ সন্তানের জনক। সোমবার ২৭ অক্টোবর সকালে নিহত আলিফের নামাজের জানাযা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, আলিফ শহরের একটি সুতার গদিতে দীর্ঘ দিন ধরে  চাকুরি করে আসছিল। গত রোববার সন্ধ্যায় সুতা বিক্রি তাগেদা দিয়ে বাড়ি ফেরার পথে মাধবদী থানার পাঁচদনা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলিফ নিহত হয় এবং তার চাচা কিবরিয়া মারাত্মক ভাবে জখম হয়।

Islam's Group