News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বিচারপ্রার্থী নারী ও শিশুকে বেধড়ক মারধর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:১৬ পিএম বিচারপ্রার্থী নারী ও শিশুকে বেধড়ক মারধর

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীদের বিরুদ্ধে। তাঁরা মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের জুনিয়র। ২৬ অক্টোবর দুপুরে আদালতপাড়ায় ওই ঘটনাটি ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

ইসদাইরের রাজিয়া সুলতানা ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সাখাওয়াত হোসেন খান, ইসমাইল, হিরণ, শাহআলম, টিটু, রাসেল বেপারী সহ ১২ জনকে অজ্ঞাত বিবাদী করা হয়েছে।

অভিযোগ করা হয়েছে ইসমাইলের কাছে ২৫ লাখ টাকা পাওনা। ওই টাকা নিয়ে তালবাহনা করা হচ্ছিল। ২৬ অক্টোবর আদালতপাড়ায় আসলে সাখাওয়াতের নির্দেশে বিবাদীরা মিলে রাজিয়া সুলতানা, তার স্বামী ইরফান মিয়া, ছেলে জিদান ও আবদুল্লাহকে মারধর করে।

ভিডিওতে দেখা যায় আলামিন শাহ, খোরশেদ আলম, হিরন বাদশাহ, বিল্লাল সহ কয়েকজন ওই হামলায় ছিল।

এ ব্যাপারে সাখাওয়াত হোসেন খান বলেন, আমার কোন প্রতিপক্ষ, সংসদ সদস্য প্রার্থীর ইন্ধনে ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সম্পর্কে আমি জানি না। যারা অভিযোগকারী তাদের সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি। সম্প্রতি অনুষ্ঠিত আইনজীবী সমিতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ভিন্নখাতে নিতে আমার ক্লিন ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে।

Islam's Group