News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ফতুল্লায় পুলিশের গাড়িতে উঠে ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৯:৪৮ পিএম ফতুল্লায় পুলিশের গাড়িতে উঠে ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে উঠে সাবেক ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এতে অন্তত ৮জন আহত হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার রাতে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় এঘটনা ঘটে।

আহতদের মধ্যে ফতুল্লা থানা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম ও অপর গ্রুপের সাবেক ছাত্র দল নেতা হাবলু মিয়ার নাম পাওয়া গেছে। অন্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংর্ঘষের ভিডিও শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনা সম্পর্কে জানতে দুই গ্রুপের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।  

তবে ভিডিওর সূত্র ধরে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পশ্চিম লামাপাড়া এলাকায় ছাত্র দলের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় উভয় গ্রুপই থানায় অভিযোগ করেছে। এরপর তদন্তের জন্য ৩ জন কনষ্টেবল সহ ঘটনাস্থলে যাই। এসময় আমাদের সামনেই দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন দুজনকে আটক করে দ্রুত গাড়িয়ে নিয়ে থানায় চলে আসি। এরপর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা ফোন করে বলেন তারা দুই গ্রুপের আপষ মিমাংসা করে দিবেন আটকদের ছেড়ে দেয়ার অনুরোধ করেন। তারপর দুই গ্রুপই থানা থেকে অভিযোগ উঠিয়ে নিলে আটকদের ছেড়ে দেয়া হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। দলীয় কর্মী হওয়ায় এবিষয়ে আমার কাছে নালিশ আসছে। আমি উভয় গ্রুপকে ডেকেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য যথাযথ শাসন করা হবে।

 

Islam's Group