News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

২৪ নং ওয়ার্ডে বাবুলের পক্ষে ৩১ দফার প্রচার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৫১ পিএম ২৪ নং ওয়ার্ডে বাবুলের পক্ষে ৩১ দফার  প্রচার

২৭ অক্টোবর সোমবার বিকাল থেকে নারায়ণগঞ্জ–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন ২৪ নং ওয়ার্ড বিএনপি-নেতা আব্দুস সাত্তার।

বন্দর উপজেলার বেজেরগাও, কাইকারটেক লম্বাদরুদি, বিবিজোড়া, মিরকুন্ডি, বালুচর, কলাবাগ, সাবদী এলাকার জনগণের দ্বারে দ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌছে দেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার।

বিকেলে বেজেরগাও এলাকায় জড়ো থাকে বন্দরের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ ও বিএনপি নেতৃবৃন্দ। এরপর বিএনপি নেতা আব্দুস সাত্তার এর নেতৃত্বে মিছিল নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি।

মিরকুন্ডি বাজার এলাকায় পথসভাকালীন তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ফ্যাসিস্ট এর প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট পৌঁছে দিলাম। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারেক জিয়ার এই স্বপ্ন পূরণে। আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে শক্তিশালী করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, বিএনপি'র পক্ষে কাজ করবেন, ধানের শীষে ভোট দিবেন।

সবশেষে তিনি সবার কাছে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং আবু জাফর আহমেদ বাবুল এর জন্য দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য যে পুরো সময় জুড়ে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাবউদ্দিন, বাহাউদ্দিন প্রধান, নবী হোসেন, শরীফ হোসেন, রহমান মুক্তার হোসেন, জাকির হোসেন, আব্দুর রহমান, মো. খোকন, মো. সানাউল্লাহ, খায়ের, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সদস্য গোলাম রাব্বি, মো. সজল প্রমুখ।

Islam's Group