News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় সাখাওয়াত হোসেনের নিন্দা ও প্রতিবাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৪:১৭ পিএম সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় সাখাওয়াত হোসেনের নিন্দা ও প্রতিবাদ

ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালন কালে তিন সাংবাদিকের উপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেই সাথে হামলার সাথে জড়িত গ্রেপ্তারকৃত শাহাদাৎ সহ সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযাগ মাধ্যম থেকে জানতে পেরেছি হামলাকারী নাকি নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে সাংবাদিকদের মারধর করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই এমন ঘৃণিত কাজকে সমর্থন করেনা। অপরাধীরা কোন দলের হতে পারেনা। দল তাদের অপকর্মের দায় নিবেনা। ইতোমধ্যে আপনারা দেখেছেন যারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করেছেন দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। আমি জেলা বিএনপি ও জেলা কৃষকদের নেতৃবৃন্দদের কাছে অনুরোধ রাখবো অভিযুক্ত শাহাদাৎ হোসেনের ব্যাপারে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

Islam's Group