News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

১৩নং ওয়ার্ডে মাসুদের পক্ষে ধানের শীষের প্রচারণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:৪৬ পিএম ১৩নং ওয়ার্ডে মাসুদের পক্ষে ধানের শীষের প্রচারণা

৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

শহরের মিশনপাড়ায় স্বপ্নের মোড় থেকে শুরু হয়ে আমলাপাড়া আবাসিক এলাকা, কালীর বাজার স্যানিটারি ও গোসারি মার্কেট, চারারগোপ ওষুধ মার্কেট, কাপড়ের মার্কেট, আমলাপাড়া জুয়েলারি মার্কেট ঘুরে ফ্রেঞ্জ মার্কেট ও কালীর বাজার পর্যন্ত গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এই গণসংযোগের উদ্দেশ্য ছিল ধানের শীষ ও বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সদর থানা যুবদল সভাপতি জাহাঙ্গীর মাতবর, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ১৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক

ব্যক্তিত্ব মোঃ শামীম রেজা, আলী আমজাদ মিন্টু, মোঃ শাহজাহান ও তানজিল।

এছাড়া তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদর থানা যুবদল নেতা স্বপন, এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু, রাকিব ও বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Islam's Group