News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে বন্দরে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৯:৩৬ পিএম কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে বন্দরে বিক্ষোভ

আগামী ১৫ নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ও  কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ৭ নভেম্বর বাদ জুম্মা বন্দর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ, সভাপতি  আল্লামা আব্দুল কাদের।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সেক্রেটারি  হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমি দা. বা., বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি

হযরত মাওলানা মুফতি কবির হোসেন দা. বা., বন্দর থানা ওলামা পরিষদের সেক্রেটারি  হযরত মাওলানা মুফতি জোনায়েদ আহমাদ ফয়েজি দা.বা., খতমে নবুওয়ত বন্দর ইউনিয়নের সভাপতি  হযরত মাওলানা মুফতি সালমান রাফিকি দা.বা., বন্দর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি  হযরত মাওলানা মুফতি মজুমদার দা.বা., বন্দর আমিন আবাসিক  জামে মসজিদের ইমাম ও খতিব  হযরত মাওলানা মুফতি আল-আমিন দা.বা. বন্দর রাজবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব

হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম দা.বা., জামিয়া শাহজাদিয়া বাইতুল কুরআন মাদরাসা মোহতামিম হযরত মাওলানা মুফতি নুরুল আমিন তালিমি দা.বা.,কলাগাছিয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি মোসলেহ উদ্দিন কাসেমি দা.বা., বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ দা.বা., বাবরি জামে মসজিদের ইমাম ও খতিব  হযরত মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ দা.বা.,কুশিয়ারা কাঠের জামে মসজিদের ইমাম ও খতিব  হযরত মাওলানা মুফতি রুহুল আমিন দা.বা. ও পদুঘর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ দা.বা. প্রমুখ।

Islam's Group