News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ-৩ আসন : গিয়াসউদ্দিন ও মান্নানের মিষ্টিমুখ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:৩৮ পিএম নারায়ণগঞ্জ-৩ আসন : গিয়াসউদ্দিন ও মান্নানের মিষ্টিমুখ

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাবেক এমপি গিয়াসউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৮ নভেম্বর সন্ধ্যায় তিনি সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনের বাড়িতে যান। ওই সময়ে দুইজন বেশ সৌহাদ্যপূর্ণ আলোচনা করেন। তাঁরা দুইজন কোলাকুলি ও পরস্পরকে মিষ্টিমুখ করান।

আলোচনায় গিয়াসউদ্দিনের কাছে সহযোগিতা কামনা করেন মান্নান। জবাবে গিয়াসউদ্দিন বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনে আমাকে সহ ৫ জনকে ধানের শীষ তুলে দেওয়া হয়েছিল। আমার সমন্বিত প্রচেষ্টায় ৫টি আসনেই বিএনপির প্রার্থী জয়ী হয়। এবারও আমি ধানের শীষের পক্ষেই কাজ করবো।

মান্নানের সঙ্গে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর সাদরিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়েছিলেন মান্নান। কিন্তু সেদিন দেখা হয়নি।

Islam's Group