নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে বহিস্কৃত ৬ নেতার মধ্যে তিনজনকে পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
১৮ নভেম্বর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কার প্রত্যাহারের কথা বলা হয়।
তিনজন হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ।
২০২৩ সালের ৩০ ডিসেম্বর বিএনপির এ তিনজন সহ ৬ জনকে বহিস্কার করা হয়। ওই বছরের ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। আর এই সমাবেশে অন্যান্য অতিথিদের সাথে বন্দর থানা বিএনপির আহ্বায়ক হান্নান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও যুগ্ম আহ্বায়ক গোলাম নবী মুরাদ উপস্থিত হয়েছিলেন। এর আগে তারা তিনজনই সেলিম ওসমানের পক্ষে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।








































আপনার মতামত লিখুন :