কদম রসুল সেতুর জন্য বরাদ্দ, রেলওয়ে ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কদম রসুল সেতুর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারক লিপি দিয়েছেন বন্দর উন্নয়ন ফোরাম।
বুধবার ১৯ নভেম্বর দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এর হাতে স্মারক লিপিটি তুলে দেন।
সংগঠনটি আহ্বায়ক হাফেজ মো, কবির হোসেন ও সদস্য সচিব আব্দুল লতিফ রানা স্বাক্ষরিত ওই স্মারক লিপিতে উল্লেখ করা হয়, আপনার প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বন্দরের প্রায় ছয় লাখ লোকের প্রাণের দাবির উপর গুরুত্ব দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে যে কদম রসুল সেতু নির্মাণাধীন আছে, তার জন্য বন্দরবাসী এই প্রতিষ্ঠানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে। এরই মধ্যে কদম রসুল সেতুর নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য নদীর পূর্বপাড়ের বন্দর এলাকায় সেতুর এ্যাপ্রোচ সড়কের জন্য আবাসিক ভবনসহ এখানকার সকল স্থাপনা উচ্ছেদ করে উন্মুক্ত করা হয়েছে। কিন্তু পশ্চিম অংশে সেতুর এ্যাপ্রোচ সড়কের জন্য বরাদ্দকৃত রেলওয়ের ভূমি অবৈধ দখল হতে উদ্ধারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর আগেও রেলওয়ের এই জায়গাটি অবৈধ দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসন একাধিকবার চেষ্টা চালিয়েও এসব ভুঁইফোড় সংগঠন ও তাদের সিন্ডিকেটের বাধার মুখে তা সম্ভব হয়নি। এমনকি এখানে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে তাদের দখলকে আরও পাকাপোক্ত করার ব্যবস্থা করার বিনিময়ে এই চক্রটি এখান থেকে লাখ লাখ টাকা মাসোহারা নেয় বলে অভিযোগ আছে। এমনকি তাদের চক্রান্তের অংশ হিসেবেই রাতের আধারে খুব দ্রুত এখানে থাকা মন্দিরটি দ্বিতল করা হয়েছে। যা দৃশ্যমান সত্য এবং যা একটু দৃষ্টি নিক্ষেপেই বুঝা যাবে। শহরের এই অংশটিতে শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুলের অবস্থান। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, নারায়ণগঞ্জ এর সর্ব বৃহৎ দিগুবাবুর বাজার এবং বাংলাদেশের অন্যতম পাইকারী পন্যের এলাকা টানবাজার। তাই এই এলাকার যানজট নিরসনে এই জায়গা উদ্ধার নারায়ণগঞ্জবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অতএব আপনার কাছে আমাদের সকলের দাবি, উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা করে শহর ও বন্দরের প্রায় ২০ লাখ লোকের দাবির পরিপ্রেক্ষিতে কদম রসূল সেতু জন্য বরাদ্দ, রেলওয়ের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কদম রসূল সেতুর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।








































আপনার মতামত লিখুন :