নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে বরাবরই আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠতার অভিযোগ করেছেন তার নিজ দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। ইতোমধ্যে তার বিরুদ্ধে ওসমান পরিবারের সাথে সম্পৃক্তদের প্রতিষ্ঠিত করার সরাসরি অভিযোগ তুলেছেন দলের নেতারা। এবার মাসুদুজ্জামান মাসুদের পাশে আওয়ামী লীগ নেতা ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী একাধিক মামলার আসামি সাবেক কাউন্সিলর শামসুজ্জোহাকে দেখা গেছে। যা নিয়ে ইতোমধ্যে বন্দরে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জোহা। কোন পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তার ভাই জাহাঙ্গীর ২৬নং ওয়ার্ড জাতীয় পার্টির পদধারী নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শামসুজ্জোহা সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক এমপি সেলিম ওসমানের সমাবেশে বিশাল বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি তৎকালীন সময় এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাধে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে ছিলো। বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করানো থেকে শুরু করে টিসিবি পন্য চুরি, সরকারি জমি দখল সব ধরনের অপকর্মেই জড়িয়ে ছিলেন সাবেক এই কাউন্সিলর। টিসিবি পন্য চুরিতে বাধা দেওয়ায় নারী কাউন্সিলর সানিয়া সাউদ এর উপর হামলা করে তাকে শ্লীলতাহানীর মত ঘটনাও ঘটিয়েছেন এই শামসুজ্জোহা।
ঘটনাটি গড়িয়েছে থানা পুলিশ এবং বিভাগীয় তদন্ত কমিটিতেই। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ভাই সাবেক কাউন্সিলর শামসুজ্জোহাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্তও করে রাখা হয়েছিল।
৫ আগস্টের পর থেকেই বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি হয়ে এলাকা ছেড়ে পলাতক রয়েছে শামসুজ্জোহা। কিন্তু সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জোহার গণসংযোগ অনুষ্ঠানে তাকে উপস্থিত হতে দেখা গেছে।
সম্প্রতি মাসুদুজ্জামান বন্দরে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে কেমন বন্দর চাই প্রতিপাদ্যে একটি আলোচনা সভায় অংশ নেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মাসুদুজ্জামান বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। ওই গণসংযোগে সাবেক কাউন্সিলর শামসুজ্জোহার সবর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শামসুজ্জোহাকে পাশে নিয়ে বক্তব্য দিয়েছেন মাসুদুজ্জামান। যে কিনা বৈষম্য বিরোধী মামলায় পলাতক ছিলেন।
এর আগে ১৩ নভেম্বর মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বাড়িতে সৌজন্য সাক্ষাত করতে যান। সে সময় টিপু গণমাধ্যমে মাসুদুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন, ওসমান পরিবারের কোন দালালের সাথে কোন আপোস করা যাবেনা। ওসমান পরিবারকে এমন কোন স্পেস দেওয়া যাবেনা যাতে করে পরবর্তীতে তারা আমাদের বিএনপির গলাটিপে ধরে। এতে আমাদের ভোট আগাত বা কমুক। মাসুদ ভাইয়ের কাছে আমার অনুরোধ ওসমান পরিবারের কোন দোসরকে যেন আমরা কাছে না টানি প্রাধান্য না দেই। কারণ এই ওসমান পরিবারই নারায়ণগঞ্জে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিলো।








































আপনার মতামত লিখুন :