আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬। উক্ত নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান খান (মাহফুজ)। বুধবার ১৯ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম সানির কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
মাহফুজুর রহমান খান (মাহফুজ) এর আগে চার মেয়াদের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য আলী হায়দার, নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ সভাপতি মারুফ আহম্মেদ বাবু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মজিবুর রহমান, পরিচালক তাইজ উদ্দিন সাবেক পরিচালক হাজী কামাল, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য মনির হোসেন।
আগামী ২৩ নভেম্বর মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে।








































আপনার মতামত লিখুন :