News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

হাতপাখা নিয়ে সিরাজীর বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৩২ পিএম হাতপাখা নিয়ে সিরাজীর বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিন শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, ২ নং রেলগেট, ডিআইটি ও মন্ডলপাড়া হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তন দেখিনি, শাসন ব্যবস্থা ও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। তাই আমরা এবার দেশ জাতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ-৪ আসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের রাস্তাঘাটের যে দুরাবস্থা তা নিরসন, জলবদ্ধতা ও গ্যাস সংকট সমাধান করবো।

Islam's Group