News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে গণধর্ষণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৫১ পিএম বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে গণধর্ষণ

বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গেস্ট হাউজে আটকে রেখে এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার ২ ডিসেম্বর বন্দর উপজেলা মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গেস্ট হাউজে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক ডালিম(৩৭), মারুফ(৩৫) ও উজ্জল(৪৮) কে আসামি করে  বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬(১২)২৫।

পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর  দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার শিবপুর উপজেলার (২২) এক যুবতীর গত ২৭ নভেম্বর  চিটাগাং রোড ওভার ব্রিজের নিচে ডালিম নামে যুবকের সঙ্গে পরিচয় হয়। এ সুবাধে গত পহেলা ডিসেম্বর চাকরি দিতে পারবে বলে মদনপুর বাসস্ট্যান্ড আসতে বলে ডালিম। পরদিন ২ ডিসেম্বর সকালে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে ডালিম তাকে স্যারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গেস্ট হাউজে নিয়ে আটক করে রাখে। পরে ডালিম সহ ৩ জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে যুবতীর ডাক চিৎকার দিতে চাইলে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ওই যুবতী অসুস্থ হয়ে পড়লে তার বড় বোন হাসপাতালে ভর্তি করেন। পরে নয়ন নামে এক নামে একজনের মাধ্যমে ধর্ষকদের নাম  ঠিকানা সংগ্রহ করে বন্দর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, গণধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Islam's Group