হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে করবেন-এমন আশ্বাস দিয়ে এক মুসলিম মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শীতল চক্রবর্তী নামে হিন্দু যুবকরে বিরুদ্ধে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হাজির হয়ে ওই নারী নিজে একটি অভিযোগ দায়ের করেন। এ সময় ওই হিন্দু যুবকের মা ও পরিবারের আরো এক সদস্যের বিরুদ্ধেও অভিযুক্ত করেন ভুক্তভোগী নারী।
অভিযোপত্রে তিনি বলেন, কলেজে লেখাপড়া করতে গিয়ে বিবাদী শীতল চক্রবর্তীর সাথে আমার পরিচয় হয়। এক পর্যায়ে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। সে হিন্দু হওয়ায় আমি প্রথমে তাকে এমনটা করতে নিষেধ করে দেই। কিন্তু পরবর্তীতে সে আমাকে জানান যে, নিজে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়ে আমাকে বিয়ে করবে। তখন আমরা সম্পর্কে জড়াই। একদিন তিনি আমাকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে নগরীর কলেজরোড এলাকায় অবস্থিত তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ২ নং বিবাদী শিপ্রা চক্রবর্তীর সাথে আমাকে পরিচয় করে দেয় তাকে তার মা বলে জানান। সেখানে ১ নং বিবাদী আমাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ২ নং বিবাদী সায় দেয় বলে অভিযোগে ভুক্তভোগী নারী অভিযোগ করেন।
অভিযোগে ওই নারী আরো বলেন, পরবর্তীতে আমি ওই যুবককে বিয়ের জন্য বললে সে আজ না কাল করবে বলে জানায়। এরপর আমি আমার পারিবারের সদস্যদের সেখানে নিয়ে গেলে তারা তাদের মারধর করেন। তারা হুমকি দিয়ে বলেন প্রয়োজনে আমাকে মেরে ফেলবে তবও বিয়ে করবেনা। বিবাদীরা আমাদের আইনগত ব্যবস্থা না নেয়ার জন্য নানা ভাবে চাপ সৃষ্টি করে আসছেন।








































আপনার মতামত লিখুন :