News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

জেলার সাত থানায় নতুন ওসি, পুরনোদের বদলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৩৮ পিএম জেলার সাত থানায় নতুন ওসি, পুরনোদের বদলী

নারায়ণগঞ্জের সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলী করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার পুলিশ সুপারের পর ৫২৭টি থানার ওসিও লটারির মাধ্যমে পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। এর মধ্যে নারায়ণগঞ্জের ৭টি থানার মধ্যে ফতুল্লা এবং সোনারগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদ শূন্য ছিল।

লটারির মাধ্যমে বদলী কর্মকর্তাদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ এর স্থানে নতুন পদায়ন হয়েছেন আরমান আলী, বন্দর থানার ভারপ্রাপ্ত লিয়াকত আলীর স্থলে নতুন পদায়ন হয়েছেন গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম এর স্থলে নতুন পদায়ন হয়েছেন মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের স্থানে পদায়ন হয়েছেন মো. সাবজেল হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন এর স্থানে পদায়ন হয়েছেন মো. আলাউদ্দিন। ফতুল্লায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করবেন আব্দুল মান্নান ও সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করবেন মো. মহিবুল্লাহ।

Islam's Group