অবশেষে বোধোদয় হয়েছে সেই স্বেচ্ছাসেবক দল নেতার। জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মিত সেই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিএনপ প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সেই বিশাল ব্যানার।
মঙ্গলবার ২ ডিসেম্বর সকালে সেই ব্যানারটি খুলে নেওয়া হয়েছে। এর আগে ৩০ নভেম্বর জেলা চীফ ম্যাজিস্ট্রেট আদালতের জন্য নির্মিত ওই ভবনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত ইসলাম রানার পক্ষ থেকে ওই বিশাল ব্যানারটি সাটানো হয়েছিলো।
এ নিয়ে নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফরডটকম এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিএনপি নেতাদের নজরে আসে।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণার জন্য নগরীর বিভিন্ন গুরুত্ব পয়েন্টে স্টেজ করে ডিজিটাল স্ক্রিন বসানো হলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এনিয়ে নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফরডটকম এ সংবাদ প্রকাশের পরও ওই সকল গুরুত্বপূর্ন স্থান থেকে সকল ডিজিটাল স্ক্রিন সরিয়ে নিয়ে পিকাআপ ভ্যানে ভ্রাম্যমান ভাবে প্রচারণার কাজ পরিচালনা করা হচ্ছে।








































আপনার মতামত লিখুন :