News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

বন্দরে ছাত্রলীগ নেতা সুমন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৫৩ পিএম বন্দরে ছাত্রলীগ নেতা সুমন গ্রেপ্তার

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে সুমন (৩৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ছাত্রলীগ নেতা সুমন বন্দর উপজেলার কলাগাছিয়া  ইউনিয়নের মীরকুন্ডি এলাকার মৃত রোস্তম আলীর ছেলে। ধৃতকে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর  দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার ৩ ডিসেম্বর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মীরকুন্ডি  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনা স্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বিভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত  ঢাকা দিকে চলে যায়। ঘটনায় জড়িত থাকার অপরাধে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

Islam's Group