ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদীর ওপর প্রাণঘাতী সশস্ত্র হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) শহরের ডিআইটি মসজিদ চত্বর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। সেই সাথে বিক্ষোভ মিছিলটি ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
মহানগর সহ-সভাপতি মুফতি রশীদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন রাকিবের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য প্রদান করেন মহানগরীর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক খন্দকার আনোয়ার হোসেন, মহানগর যুব মজলিসের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা'দ।
এসময় বক্তারা বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও নির্বাচন আয়োজনে সার্বিক নিরাপত্তা বিঘ্নিত করার এক গভীর ষড়যন্ত্র। অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ওসমান হাদীর সর্বোচ্চ উন্নত চিকিৎসা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীদের বিশেষ নিরাপত্তা প্রদান করতে হবে। ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় না আনলে সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
এসময় মহানগরীর সহ-সভাপতি জনাব নূরে আলম, বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক তাওহীদুল ইসলাম, সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, এনায়েতনগর ইউনিয়নের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ফতুল্লা থানা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইসরাফিল বিন আফজাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল সহ মহানগরের আওতাধীন থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

































আপনার মতামত লিখুন :