News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

স্বৈরাচার পুনরুত্থানের আশঙ্কা মাসুম বিল্লাহর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৫৬ পিএম স্বৈরাচার পুনরুত্থানের আশঙ্কা মাসুম বিল্লাহর

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও  নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা। ফ্যাসিস্টদের দোসরদের এখনই দমন করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

শনিবার ১৩ ডিসেম্বর বাদ আসর ডিআইটি চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থাানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আব্দুল মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, হাদির স্ত্রী স্বামীকে দেখার জন্য ঢাকায় আসে ওদিকে তার গ্রামের বাড়িতে চুরি হয় এসব ঘটনাগুলো দেখে মনে হচ্ছে কোন পরিকল্পিতভাবে কোন চক্র এ অপকর্মের সাথে জড়িত। প্রশাসনের দুর্বলতা এখানে দৃশ্যমান হচ্ছে। আমরা স্বররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, অতি দ্রুত এসব বিষয়ে আপনার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group