বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের নির্দেশক্রমে নিজ উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মো: আল আমিন রাকিব।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধির প্রতি সম্মান জানিয়ে শহরের বিভিন্ন স্পটে নেতাকর্মীদের নিয়ে অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি। একই সাথে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত থানা ও ইউনিয়নের সকল ইউনিটকে অননুমোদিত সকল প্রকার প্রচার সরঞ্জাম অপসারণ করার নির্দেশ প্রদান করেন তিনি।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হাজী মেজবাহ উদ্দিন, সদস্য সচিব মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম ও অর্থ সম্পাদক হাফেজ মামুনুর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

































আপনার মতামত লিখুন :