বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের একটি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন পন্টি এবং বিশেষ অতিথি হিসেবে এডাবে প্রোগ্রাম পরিচালক মো. কাউসার আলম মুন্সী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ (এনজিও) শুরু থেকেই কাজ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিস্কাসন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, পরিবেশ উন্নয়ন, সুশাসন, মনবাধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে এজজিওসমূহের অবদান রয়েছে। গণমাধ্যম এসব ক্ষেত্রে এনজিওসমূকে নিয়মিত সহযোগিতা করে আসছে। সেই সাথে বেসরকারি কার্যক্রমের সমন্বয়ের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কার্যকর ভূমিকা পালন করে থাকে।
নারায়ণগঞ্জ জেলা এডাবের সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম আরিফ মিহির, বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমিন ও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি দিল মোহাম্মদ দিলু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন এডাবের সদস্য মোঃ মোজাম্মেল হোসেন লিটন, এম এ মান্নান ভূঁইয়া, হাজী নাজির খান, মোঃ লুৎফর রহমান লিটন, কাজল বেগম, মোঃ মনির হোসেন, মোঃ কামরুজ্জামান রনি, প্রসেনজিৎ রায়, মোঃ তারেক হোসেন, অরুন দেবনাথ ও তুলশী ঘোষ প্রমুখ।





































আপনার মতামত লিখুন :