নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পাওয়ার পর অন্তত সাতজন মনোনয়ন প্রত্যাশী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তবে ক্রমেই সেই বিরোধীদের অবস্থান ক্ষীণ হয়ে আসছে।
নির্বাচনী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং যারা তরুণ আছে তাদের নিয়ে আমি কাজ করতে চাই। বিশেষ করে তরুনদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের মানুষদের সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবো। এছাড়া কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য নারীদের সুদ বিহীন ঋণ দেয়ার উদ্যোগ নিব। এই অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের অন্তত ৩০ শতাংশ ভোটার তরুণ। এই জেলার তরুণেরা যেন এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আমাদের সবার আগে মাদক নিয়ন্ত্রণ করতে হবে।


































আপনার মতামত লিখুন :