নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করে শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী জাতীয় পার্টি নেতা হাজী রিপনসহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টাব্যাপী ফতুল্লার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো হাজী রিপন (৫৫), তার ছেলে রাফি (৩৫), আরিফ (কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী)।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় ফতুল্লা মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে।
ওসি মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে। ফতুল্লার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বির”দ্ধে আইনি প্রক্রিয়া শুরু হছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।




































আপনার মতামত লিখুন :