নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিভিন্ন দাবীতে আন্দোলনরত রাসেল গার্মেন্টের শ্রমিকেরা সোমবার সকালে অবস্থান নেয়। এ কারণে চাষাঢ়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে চরম ভোগান্তি বাড়ে। পরে সেনাবাহিনীর কর্মকর্তারা এসে শ্রমিকদের সরিয়ে দিলে বেলা ১২টা হতে যান চলাচল শুরু হয়।
রাসেল গার্মেন্টের শ্রমিকেরা জানান, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাঁটাই বন্ধ ও জিএম এর অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। ইতোপূর্বে ২ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতো। গত এক বছরের ব্যবধানে ৫ শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।
সোমবার সকালে আবারো জড়ো হয় শ্রমিকেরা। সকাল ৯ টা হতে শত শত শ্রমিক চাষাঢ়া গোলচত্বরে জড়ো হয়ে চারদিকের যান চলাচলে বাধা দেয়।
পুলিশ এসে বার বার শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সরেনি। পরে সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ শ্রমিকদের ৫ মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দেওয়ার আহবান রাখেন। তখন শ্রমিকেরা রাস্তা থেকে সরে যায়। বেলা ১২টা হতে যান চলাচল শুরু হয়।







































আপনার মতামত লিখুন :