News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২

আড়াইহাজারে কোন চাঁদাবাজি হতে দিব না : আজাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৩৫ পিএম আড়াইহাজারে কোন চাঁদাবাজি হতে দিব না : আজাদ

নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ মনোনয়ন পাওয়ার পর অভ্যন্তরীণ কোন্দলের কারণে বেশ চ্যালেঞ্জের মুখে ছিলেন। তবে সেসব বাধা বিপত্তি অনেকটাই কাটিয়ে উঠে এখন নির্বাচনী কাজ করছেন পুরোদমে।

তিনি বলেন, আড়াইহাজারে বেশ কিছু সমস্যা আছে যেগুলো বিগত ১৭ বছরে তৈরী হয়েছে। যেই কাজগুলো হওয়া প্রয়োজন ছিলো কিন্তু হয়নি। আমাদের মেঘনা নদীর দিকে যেই রাস্তা গেছে, সেই রাস্তা ধরে অনেক ভারী যানবাহন চলাচল করে। যা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার হোমনার দিকে যাচ্ছে। এই রাস্তার অবস্থা খারাপ। মোট কথা রাস্তাগুলো সংস্কার করতে হবে। বিভিন্ন গ্রাম পর্যায়ে নতুন রোড করতে হবে। এছাড়া আড়াইহাজারে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ীদের স্থান দিব না। আমরা জয় পেলে আড়াইহাজারে কোন চাঁদাবাজি হতে দিব না। হয় চাঁদাবাজরা ভালোভাবে চলবে, অথবা তারা এলাকায় থাকতে পারবে না। বহু চাঁদাবাজ পালিয়ে গেছে। কোন অন্যায়কারীদের প্রশ্রয় আমরা দিব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকর।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group