বন্দরে অভিনব কৌশলে দিন দুপুরে আবাসিক ফ্লাটে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা আকাশ (২৬) নামে চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই সময় পুলিশ আটককৃত চোরের দেহ তল্লাশি চালিয়ে চুরিকৃত ১টি হাতঘড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত চোর আকাশ শহরের পুরান জিমখানাস্থ র্যালীবাগান এলাকার ইলিয়াস সিকদারের ছেলে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ফ্লাটের ভাড়াটিয়া আকাশ বাদী হয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আটককৃত চোরসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করে। এর আগে গত রোববার ২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় থেকে ৩টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার র্যালী আবাসিক এলাকায় এ চুরির ঘটনা ঘটে।




































আপনার মতামত লিখুন :