News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২

বিএনপির মিষ্টি খেলেন জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৫৯ পিএম বিএনপির মিষ্টি খেলেন জাকির খান

আলোচিত ছাত্রদল নেতা জাকির খানকে মিষ্টি মুখ করিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সবুজ সংকেত পাওয়া প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রায় আট মাসের বেশি সময় ধরে দলের মূল্যহীন জাকির খানকে মিষ্টি খাওয়ায়ে নতুন আলোচনা সৃষ্টি করেছেন সাখাওয়াত। দলের মনোনয়ন পেয়েও জাকির খানের আগে পরে সময়ে যাননি বা দেখা করেনি নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। সেদিক দলের সবুজ সংকেত পেয়েই জাকির খানের বাড়িতে গিয়ে উঠেছেন সাখাওয়াত হোসেন খান।

মহানগর বিএনপি আহবায়ক কমিটির নেতাদের সাথে জাকির খানকে সরাসরি কখনো দেখা যায়নি। এমনকি জাকির খানের দেওভোগ বাড়িতে মহানগর বিএনপি বা দলের মনোনীত কোন প্রার্থীদের দেখা যায়নি। জাকির খানের বাড়িতে সাখাওয়াত হোসেন খানের যাওয়া ইতোমধ্যে রাজনীতি মহলে তুমুল আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এর আগে তিনি সাবেক এমপি আবুল কালামের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একাধিক নেতারা মন্তব্যে করেছেন, মহানগর বিএনপি আহবায়ক হয়ে ৫ আসনে মনোনয়ন সবুজ সংকেত পেয়ে এক সমালোচিত বাড়িতে যাওয়া কতটুকু লাভজনক হয়ে সাখাওয়াত হোসেন খানে তিনি ভালো জানেন। যেখানে বিএনপি হাইকমান্ডই জাকির খান বিষয় নিয়ে বিরক্ত সেখানে তাকে মিষ্টি খাওয়ানো নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে দলের মনোনীত হওয়ার সবুজ সংকেত পেয়ে মহানগর বিএনপির একটি প্রস্তুতি মূলক সভায় আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, প্রতিটি এলাকায় উৎসবের আমেজ তৈরি করতে হবে। এই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই ধানের শীষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ভাইয়ের পন্থী হওয়া যাবে না। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি নমিনেশন দিয়েছে আমাকে। সামনে নির্বাচন, সবাই রোজা রাখেন, ধৈর্য্য ধরেন, খামোশ হয়ে যান। আচরণ এমন হতে হবে অন্য দলের ভোটাররাও যেন বিএনপিকে ভোট দেয়। আপনারা ২৫ তারিখ পর্যন্ত কষ্ট করুন। বিএনপির অনেক সমর্থক রয়েছে। আপনারা যাচ্ছেন এটা যেন মানুষ জানতে পারে।

 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group