নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, যার মুখে সবসময় আলেম সমাজের পক্ষে কথা থাকতো তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শাপলা চত্বরে সর্বদলীয় আলেম সমাজের উপর স্বৈরাচারী শেখ হাসিনা যে বুলডোজার অত্যাচার করেছিল সেই সময় একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রতিবাদ করেছিলেন। আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহবায়ক এসএম আসলাম, সোনারগাও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তেফা, বিএনপির নেতা হারুন অর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী মোঃ কবির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম।

































আপনার মতামত লিখুন :