ধানের শীষ ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকটে আবুল কালাম। সাবেক তিনবারের এই এমপির পাশে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বর্তমান ও সাবেক পদধারী ও পদবঞ্চিত নেতা কর্মী সহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা। এদিকে আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা ও মেয়ে সামনূর বাধঁনও বাবা পাশে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন।
২২ জানুয়ারি সকাল ৯টা পর থেকে নারায়ণগঞ্জ মহানগরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ মোড় থেকে নির্বাচনী প্রথম প্রচারণা নামেন অ্যাডভোকেট আবুল কালাম। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বর্তমান আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠু উপস্থিতিতে ওয়ার্ড নেতাদের নিয়ে গণসংযোগ শুরু করা হয়। দুপুর ৩টায় নারায়ণগঞ্জ মহানগরের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া থেকে গণসংযোগ শুরু করলে বাদ মাগরিব প্রতিটি এলাকায় ভোট চান আবুল কালাম।

































আপনার মতামত লিখুন :