News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:০৮ পিএম সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ট্রাক দুর্ঘটনায় ইমন (২২) এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯ টায় সাইনবোর্ডে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তরুণ চাঁদপুর জেলার মতলব উত্তরের ইছাক মাওলানার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সাইনবোর্ডে একটি দ্রুত গতির অজ্ঞাত ট্রাক পথচারী নিহতকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ঘটনাস্থল থাকা আরেকজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষর্দশীর ভাষ্য, নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে যাবার পথে ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে হলে মৃত্যুবরণ করে।

আল আমীন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ওই পথে ফেরার পথে একটি মোটরসাইকেলকে ট্রাকলে ধাক্কা দিতে দেখি এবং ঘটনাস্থলেই একজন মারা যায়। এরপর আমরা কিছুক্ষণ থেকে চলে আসছি।

ঘটনাস্থল যাওয়া শিমরাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, ইমন নামের এক পথচারী  অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সাথে আরেকজন আহত হয়। তবে আহতের নাম-পরিচয় জানতে পারিনি।

প্রত্যক্ষদর্শীটা মোটরসাইকেল দুর্ঘটনা বলার বিষয়ে তিনি বলেন, নিহত ব্যক্তি পথচারী ছিলেন। মোটরসাইকেলের কোনো ঘটনা না।

Islam's Group