News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

পাঁচটি আসনে নির্বাচন প্রচারণার দায়িত্বে যুবদল নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৬ পিএম পাঁচটি আসনে নির্বাচন প্রচারণার দায়িত্বে যুবদল নেতারা

নারায়ণগঞ্জের ৫ টি আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার জন্য জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে যুবদলের নেতৃবৃন্দদের দায়িত্ব দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও প্রচারণার দায়িত্বে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক একাধিক নেতা।

যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে প্রকাশিত ও প্রচারণা কমিটির থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে আ্যাডভোকেট আবুল কালামের পক্ষে যুবদলের প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ও সদস্য সচিব শাহেদ আহম্মেদকে।

নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে।

নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে  জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে।

নারায়ণগঞ্জ-২ আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, সাদেকুর রহমান সাদেক, খসরু আহম্মেদ হিরন ও অ্যাডভোকেট ইমদাদুল হক ইমরানকে।

নারায়ণগঞ্জ-১ আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল ও মাহফুজুর রহমান মাহফুজকে।

এ ব্যাপারে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল জানান, যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি করে দেওয়া হয়েছে। আমাকে এবং শাহেদকে নারায়ণগঞ্জ-৫ এর দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের দলীয় প্রার্থীর পক্ষ থেকেও আমাকে ফোন করা হয়েছিলো। আমরা ইতোমধ্যে আমাদের প্রার্থীর পক্ষে কাজে নেমে পড়েছি। সংগঠনের বিভিন্ন ইউনিট গুলোর সাথে আলোচনা করে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে।