News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

আচরণ বিধি মানলেন না মাকসুদ, স্কুলে ভোট চাইলেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১০:১০ পিএম আচরণ বিধি মানলেন না মাকসুদ, স্কুলে ভোট চাইলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক নিয়ে প্রথম প্রচারণায় আচরণবিধি ভঙ্গে অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মাকসুদ হোসেনের বিরুদ্ধে। সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্লাস চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ভোট চান এবং জয়ী হলে উন্নয়নের আশ্বাস দেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী এলাকা নগরের ১১নং ওয়ার্ডের তল্লায় নির্বাচনের প্রথম প্রচারণায় সমর্থক ও অনুসারীদের নিয়ে নামেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন। এ সময় তিনি সড়কের পাশে ৪৯নং তল্লা সরকারি বালক বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তার ‘ফুটবল’ প্রতীক ভোট চান তিনি। মাকসুদ ওই সময় তাদের প্রত্যেকের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিজয়ী হলে স্কুলকে উন্নত করার আশ্বাস দেন।

মাকসুদ হোসেন এমন প্রচারণা ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিক প্রার্থী সমর্থকরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাকসুদ হোসেন এমন কান্ড রীতিমত আচরণবিধি ভঙ্গ করেছেন। এভাবে তিনি প্রতিবার ভঙ্গ করার কারণে নির্বাচনে বিশৃঙ্খলা আশংকা করা হচ্ছে।