২২ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের পর নবীগঞ্জের পবিত্র কদম রসূল দরগা জিয়ারত এবং গণঅভ্যুত্থানে শহীদ স্বজনের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জু৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন।
সঙ্গে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, শহীদ স্বজনের পিতা, দলের জেলা কমিটির সদস্য এস এম রাব্বি ও আওলাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মুক্ত শেখ, কার্যকরী সদস্য সিয়াম সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণার সূচনায় তারিকুল ইসলাম সুজন বলেন, এই সূচনা কেবল একটি নির্বাচনী প্রচারণার নয় এটি অন্যায়, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ। শহীদদের রক্ত, মজলুম মানুষের কান্না এবং শ্রমজীবী মানুষের স্বপ্নকে বুকে ধারণ করেই আমরা এই সংগ্রামে নেমেছি। নারায়ণগঞ্জু৫ আসনের প্রতিটি ঘর, প্রতিটি গলি, প্রতিটি কারখানা এবং শহর ও বন্দর এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াইই আমাদের এই প্রচারণার মূল লক্ষ্য। আল্লাহর রহমত এবং শহীদদের আত্মত্যাগের প্রেরণায় বিশ্বাস রেখে আমরা এগিয়ে যেতে চাই। ছোট-বড় সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসাই এই লড়াইয়ের প্রধান শক্তি। ইনশাআল্লাহ, মানুষের ভোটেই বিজয় আসবে।





































আপনার মতামত লিখুন :