News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৩০ পিএম নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুনের নির্বাচনী কার্যক্রম চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও দোআ মাহফিলের মাধ্যমে শুরু হয়েছে।

সমাবেশ শেষ হলে নগর ভবন পর্যন্ত প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি মার্কা সহ বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রার্থী মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজুল মামুন।

২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হলে প্রথমেই উদ্বোধনী বক্তব্য দেন- জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ আবুল হাসান স্বজনের ভাই অনিক এবং শেষে দোআ ও মুনাজাত পরিচালনা করেন দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী।

খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, নারায়ণগঞ্জের আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি ও ১০ দলীয় লিয়াজো কমিটির সদস্য সচিব এইচএম নাসিরুদ্দিন, এবি পার্টির জেলা আহবায়ক শাহজাহান ব্যাপারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী বশীর আহমদ, জাতীয় নাগরিক পার্টির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, শহীদ আবুল হাসান স্বজনের বাবা, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল চন্দ্র দত্ত, প্রমুখ।