নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত ১৭ বছরে দখল, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসে সাধারণ মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে। কারা করেছে সেটা আপনারা সবাই জানেন। নারায়ণগঞ্জে প্রায় ২০টি স্থানে মাদক ব্যবসা। বিএনপি সরকার গঠন করতে পারলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করতে হবে। হাজার হাজার মানুষের এই উপস্থিতিই প্রমাণ করে, জনগণের শক্তি কতটা অপ্রতিরোধ্য। এই যে জনস্রোত, এই শক্তি ভোটের দিন কাজে লাগাতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রতিটি কেন্দ্রে ভোটের বাক্স পাহারা দিতে হবে। জনগণ একদিন কষ্ট করলে বিএনপি আগামী পাঁচ বছরে দেশের জন্য যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’
জনসভায় তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের নির্বাচিত করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই পাঁচজনকে আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। নির্বাচিত করে উন্নয়নের জন্য তাদের জবাবদিহির মধ্যে রাখবেন।’

































আপনার মতামত লিখুন :