News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখার কর্মীদের প্রচারণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:০৭ পিএম নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখার কর্মীদের প্রচারণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে হাতপাখার দাওয়াত নিয়ে এলাকা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক কাজ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীরা।

২৬ জানুয়ারি নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী সাইদুল ইসলাম সিয়াম বলেন, আমরা মানুষের কাছে ইসমাঈল সিরাজীর পক্ষে হাতপাখার দাওয়াত নিয়ে যাচ্ছি। নির্বাচন ১২ ফেব্রুয়ারী সময় খুবই কম, যদিও নির্বাচন কমিশনের বিধি নিষেধের কারনে ব্যানার ফেষ্টুন কম দেখা গেলেও আমাদের প্রচারণা থেমে নেই। প্রতিদিন-ই ওয়ার্ড-ইউনিট ভিত্তিক কাজ চলমান রয়েছে, পাশাপাশি আমাদের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী শিডিউল অনুযায়ী প্রতিদিন ই কোন না কোন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সময় যেহেতু কম আমরা প্রার্থী আসার অপেক্ষায় বসে নেই আমাদের কাজ চলমান।

তিনি আরো বলেন, আমাদের কাজ এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত চলবে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, প্রতিদিন এভাবে দাওয়াত চললে আমরা আশাবাদী আমরা ভালো ফালফল করবো।