News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ফতুল্লায় বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪৯ পিএম ফতুল্লায় বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোটের মনোনিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সোমবার এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে আবেদন করেছে সহকারী রিটার্নিং অফিসার (সদর উপজেলা নির্বাহী অফিসার) এসএম ফয়েজ উদ্দিন।

সহকারী রিটার্নিং অফিসার জানান, সম্প্রতি ফতুল্লার বক্তাবলী ইসলামীয়া সিনিয়র আলীম মডেল মাদরাসার ওয়াজ মাহফিলে মনির হোসেন কাশেমী উপস্থিত হয়ে ভোটারদের সম্মুখে প্রকাশ্যে খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করে জাতীয় সংসদ আচরণ বিধিমমালা পরিপন্থি কাজ করেছেন।

একজনের লিখিত আবেদন তদন্ত করে এবিষয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।