বৈষম্যবিরোধী আন্দোলনের দুইটি মামলায় এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা ওমর ফারুক কে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমাবার ২৬ জানুয়ারি দুপুরে তাকে ৩৪/৮/২০২৪ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক জহির।
এর আগে ২৫ জানুয়ারি রাতে তাকে চরকাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক চরকাশিপুর এলাকার হযরত আলীর ছেলে। সে কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের নেতা।
এসআই জহির আরো জানান গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ওমর ফারুকে বৈষম্যবিরোধী আন্দোলনে ঘটায় দায়ের হওয়া আদিল হত্যা সহ দুইটি মামলায় এজাহারভুক্ত আসামি ওমর ফারুক।
স্থানীয় সূত্রে জানায়, যুবলীগ নেতা ওমর ফারুকের বড় ভাই আলমগীর ওরফে ছোট আলমগীর যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। বড় ভাই যুবদল নেতার শেল্টারেই আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও এলাকাতেই ছিলেন ওমর।

































আপনার মতামত লিখুন :