জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়।
২৬ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জের জিমখানা মাঠে এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম।
খেলা পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির- নির্বাহী সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঢাকা ও মো: বিজন।
খেলায় আরো উপস্থিত ছিলেন বিজয়ী স্কুলের প্রধান শিক্ষক এ এস এম সায়েমসহ আরো অনেকে।আজকের খেলায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক খেলোয়াড় সফলতার সহিত অংশগ্রহণ করেন।








































আপনার মতামত লিখুন :