News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ফ্লাইওভার, মেট্রোরেল সুবিধা সহ চাঁদাবাজি বন্ধ করতে চান মাকসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:০৩ পিএম ফ্লাইওভার, মেট্রোরেল সুবিধা সহ চাঁদাবাজি বন্ধ করতে চান মাকসুদ

নির্বাচনে বিজয়ী হলে নারায়ণগঞ্জ শহরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে নগরীকে ফ্লাইওভারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। সেই সাথে নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রজেক্টের আওতায় আনা সহ শহর ও বন্দরের স্ট্যান্ড গুলোকে চাঁদাবাজ ও মাদক মুক্ত রাখতে সবাইকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সোমবার ও মঙ্গলবার ২৫ ও ২৬ জানুয়ারি নগরীর ১৩,১৪,১৫ ও ১৬ নং ওয়ার্ডের গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত ও বিভিন্ন স্থানের স্ট্যান্ড গুলোর চাঁদাবাজি বন্ধে কোন উদ্যোগ নিবেন কিনা এবং নিলে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে কতটুকু সফল হতে পারবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচিত হলে আমি আমার আসনের আওতাধীন নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নগরীতে ফ্লাইওভাবের আওতায় আনবো। সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জের যোগাযোগ আরো সহজ করতে নারায়ণগঞ্জবাসীর মেট্রোরেলের যে দাবি সেই দাবি বাস্তবায়নে কাজ করবো। বিভিন্ন স্ট্যান্ড গুলোতে যে চাঁদাবাজি হচ্ছে সেগুলো অবশ্যই বন্ধ করবো। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোন দল নেই। নির্বাচিত হলে আমি সাংবাদিকদের সহযোগিতা এবং সাধারণ মানুষ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়েই এসব সমস্যা সমাধানে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো এবং আমি সফল হবো বলে বিশ্বাস করি।

গণসংযোগে বিভিন্ন পাড়া মহল্লা সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জয়ের ব্যাপারে আশাবাদী মাকসুদ হোসেন ।