আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঝাউগড়া ঈদগাহ মাঠে শুক্রবার পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
পথসভায় ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আবু তাহের মোল্লা সভাপতিত্ব করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে। তিনি দাবি করেন, দাড়িপাল্লা প্রতীক ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতীক।
জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি এলাকার শিক্ষা, কর্মসংস্থান, নৈতিকতা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আড়াইহাজার দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম বলেন, ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
পথসভায় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তার কথা বলেন।
সভা শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। পথসভায় স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


































আপনার মতামত লিখুন :