নারায়ণগঞ্জের পাচঁটি আসনের মধ্যে একমাত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২১ জানুয়ারি স্বতন্ত্র প্রতীক ‘ফুটবল’ পেলেও এখনো জোরালো প্রচারণায় নামেনি তিনি। বিএনপি সাবেক এমপি বর্তমানে দল থেকে বহিস্কার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে। নারায়ণগঞ্জ-৪ আসনে আংশিক সিদ্ধিরগঞ্জটি নারায়ণগঞ্জ-৩ আসনে অন্তর্ভুক্ত করায় দুইটি আসনে তিনি প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ-৩ আসনটি সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিমও প্রার্থী হয়েছেন। দুই সাবেক এমপি সাথে পাল্লা দিয়ে মাঠে রয়েছেন বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসিহ্।
জানা গেছে, ফুটবল প্রতীক নিয়ে গিয়াসউদ্দিন আজ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে প্রচারণা নামছেন। দুইটি আসনে গণসংযোগ শুরুতে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে প্রচারণা নামছেন সমর্থক ও অনুসারীদের নিয়ে। সিদ্ধিরগঞ্জ পুরো অঞ্চলটি গিয়াসউদ্দিনের বিশাল ভোট ব্যাংক রয়েছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত এমপি থাকালে উন্নয়নমূলক কাজের গিয়াসউদ্দিনের জনপ্রিয়তা রয়েছে সর্বত্রক। একই সাথে তাই ছেলেও এই অঞ্চলের একটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বার বার। যার কারণে গিয়াসউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হলেও সর্বদলীয় ভোট পাওয়ার আভাস রয়েছেন সিদ্ধিরগঞ্জে।
গত ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহামুদ গিয়াস উদ্দিনের পক্ষে ফতুল্লায় গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। ফতুল্লা থানাধীন ৬ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে ইসদাইর এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে বক্তারা বলেন, তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও জনগণের পরীক্ষিত নেতা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ফুটবল মার্কায় ভোট দিয়ে গিয়াস উদ্দিনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখেন খোরশেদ আলম খসরু, মো. মাখলেকুর রহমান মান্নান পায়েল, অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ আক্তার হোসেন, দীপ আলম দিগন্তসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দে নারায়ণগঞ্জ-৩ এবং ৪ এই দুই আসনেই বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত) মুহাম্মদ গিয়াসউদ্দিন ফুটবল মার্কা পান। প্রতীক পাওয়ার পরে গিয়াসউদ্দিন বলেন, বহিষ্কারের পরেও এখনো অনেক বিএনপি দলীয় নেতা আমার সাথে কাজ করছেন এবং তাদের প্রেরণাতেই আমি নির্বাচন করছি। আমি আশা করছি নারায়ণগঞ্জ ৩ এবং ৪ আসনের সমস্ত ভোটাররা ফুটবল মার্কাতেই ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে।


































আপনার মতামত লিখুন :